Tuesday, April 14, 2020

নেগেটিভ কথা এই মুহুর্তে আর লিখবোনা বলেই ঠিক করেছি - সুরঞ্জনা মায়া

নেগেটিভ কথা এই মুহুর্তে আর লিখবোনা বলেই ঠিক করেছি - সুরঞ্জনা মায়া

গতকাল বিকেলে সিলেট লকডাউন ঘোষনা এসেছে।
এই কদিন গলি দিয়ে সিএনজি তো দুর, মটরসাইকেলও যেতে দেখিনি। আজ দেখি রিক্সা, সিএনজি, মোটরসাইকেল সবই চলছে। ভ্যান, ভার সব নিয়েই সব্জী আসছে। ভ্যানওয়ালাকে জিজ্ঞাসা করলাম, সব্জীর গাড়ি কি এসেছে? ( না এলে এসব সব্জী আনতে পারতোনা) ঘাড় নেড়ে বল্লো, হ্যাঁ। বল্লাম, তোমাদের কেউ আটকায় নি। ঘরে থাকার কথা তো! মনে হলো দৃষ্টি দিয়ে ভস্ম করে দিবে। মানে মানে জানালা থেকে সরে এলাম। ভাবলাম, পেটে ক্ষিদে নিয়ে নীতি বাক্য শুনতে ভালো লাগার কথা না। আমার নিয়মিত যে চাচামিয়া সব্জী দেন, উনি গত দু/তিন ধরে আসছেন না। আল্লাহ জানে উনি কেমন আছেন? সেই কিশোরগঞ্জের অষ্টগ্রাম থেকে এসে সিলেটে থেকে সব্জী বিক্রি করেন। তিন ছেলেমেয়ে উনার। বড় ছেলে বছর তিনেক আগে নেভীতে চান্স পেয়েছে। এখন মংলাতে আছে। এর পর মেয়ে। মেয়ে ইডেনে অনার্স ফাইনাল ইয়ার। ছোট ছেলেটা এবার এইচএসসি দিচ্ছিলো। বছর তিনেক আগে উনাকে কিছু টাকা আর কাপড় সাহায্য দিতে চেয়েছিলাম। উনি জোড়হাত করে তা নিতে অস্বীকার করে অনুরোধ করেছিলেন যেন তা অন্য কাউকে দেই। আর বার বার বলছিলেন, " আম্মা! মনো কষ্ট নিওন না যে! উনার পরনের পাতলা সার্টের লম্বালম্বি ছেঁড়ার দিকে তাকিয়ে আমি চোখের পানি লুকিয়ে বলেছিলাম, না, না, চাচা! আমি কিছু মনে করিনি। তখনই জেনেছিলাম সন্তানদের মানুষ করার জন্য উনার এই জীবন যুদ্ধের কথা। ভীষন শ্রদ্ধা করি আমি উনাকে। উনার অনুপস্থতি আমায় চিন্তিত করছে। মনে হচ্ছে, উনার মোবাইল নাম্বারটা যদি থাকতো! 
সুরঞ্জনা মায়া - নাগরিক সাংবাদিক বাংলাদেশ
আশা করি চাচামিয়া ভালো আছেন। ডীপ ফ্রিজটাও কাজ করছেনা। এখন এটা ঠিক করতে দেয়াও যাবেনা। কিছু সব্জী ভাপ দিয়ে রেখেছিলাম। নষ্ট হলো। খারাপ লাগছে। এখন থেকে সব্জী অল্প করে কিনেই রান্না করবো। না পেলে ঘরে ৫ কেজি আলু কিনে রেখেছিলাম সেটাই ভরসা। আজ পটল আলু দিয়ে মাখা মাখা তরকারী করলাম। খেতে ভালো হয়েছে। গতকাল বিকেলে, রাতে প্রচন্ড রকম কালবৈশাখী ঝড় হলো। বৃষ্টি না হলেও জানালা খুলে দেয়ায় মুহুর্তে ঘর শীতলা হয়েছিলো। কদিন থেকেই কারেন্টের লুকোচুরি খেলায় হয়রান হয়ে আছি। আজ তো একেবারে সহ্যের সীমা পার করেছে। বিকেলে কারেন্ট উধাও। এখন এই পোস্ট লেখা পর্যন্ত কারেন্ট আসেনি। আজ আসে কিনা কে জানে! অনেক কথাই লিখতে ইচ্ছে করলেও লিখবোনা। কারন নেগেটিভ কথা এই মুহুর্তে আর লিখবোনা বলেই ঠিক করেছি। দেশে কি হচ্ছে না হচ্ছে তা সবাই জানছে। আমি নাহয় চুপ করেই থাকি। সবাই ভালো থাকুন, ঘরে থাকুন, সাবধানে থাকুন। বারবার হাত ধুতে থাকুন... ধুতে থাকুন!
#আবোলতাবোলকথামালা
নাগরিক সাংবাদিক বাংলাদেশ Citizen Journalist Bangladesh

No comments:

Post a Comment

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। খুব শীঘ্রই আপনার উত্তর দেওয়া হবে।

Recent Job circular 2024 - চাকরির খবর ২০২৪ - জব সার্কুলার ২০২৪ - নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ - Job Circular

Categories

বাংলাদেশ বিমানবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি (14) বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি (11) বিদেশের ভিসা ও চাকরির খবর (81) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি (22) বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি (47) বেসরকারি চাকরির খবর (668) ব্যাংকের চাকরির খবর (52) মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি (44) মার্কেটিং নিয়োগ (59) মেডিক্যাল ও ফার্মাসিউটিক্যালস (17) রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি (5) শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ (99) সরকারি চাকরির খবর (985) সাপ্তাহিক কর্মক্ষেত্র পেপার (2) সাপ্তাহিক কর্মসংস্থান পেপার (2) সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা (953) সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা (213) সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা (31) সিকিউরিটি গার্ড/সুপারভাইজার (30) সিটি কর্পোরেশন চাকরির খবর (16) সেনাবাহিনী চাকরির খবর (45)