Sunday, April 12, 2020

নিউ ইয়র্ক শহরের আজকের এক শোকাবহ ঘটনা - নাগরিক সাংবাদিক বাংলাদেশ

নিউ ইয়র্ক শহরের আজকের এক শোকাবহ ঘটনা

#নিউ ইয়র্কের এষ্টোরিয়া শহরের আজকের এক শোকাবহ ঘটনা। হতভাগিনীর নাম নাই বা দিলাম! ভাগ্যরথের চাকা ঘুরাতে স্বামী সন্তান সহ এসেছিলেন এই স্বপ্নের শহরে বেশকিছু দিন আগে, ভালোই চলছিলো তদের।নিজে কাজ করেন, স্বামী কাজ করেন, দুই সন্তান স্কুলে যায়। করোনার বিপদ সংকেত পাবার সাথে সাথেই স্বামী ছুটি নিয়ে বাড়ি ঢুকলেন, সন্তানরাও বাড়িতে কিন্তু মহিলা নিজেই ভাইরাস বাড়ি নিয়ে আসলেন কাজের জায়গা থেকে। নিজে মারাত্মক অসুস্থ হবার আগেই স্বামী অসুস্থ হয়ে পরলেন। দুই সন্তানকেও ধরলো ভাইরাসে। হাসপাতালে জায়গা না পাবার জন্য বাড়িতেই চিকিৎসা চলছিলো। ডাক্তারের উপদেশ অনুসারে তিন বেডরুমের বাড়িতে স্বামী সন্তানদের আলাদাভাবে রুম গুলো ছেড়ে দিয়ে নিজে জায়গা করে নিলেন ড্রইং রুমে। মধ্যরাতেও রুমে রুমে গিয়ে চেক করেন কে কেমন আছে।আজ খুব ভোরে স্বামীর রুমে ওষুধ দেবার জন্য ঢুকে কোন সারা পেলেন না আগের দিনগুলোর মতো কোন সাড়া পেলেন না স্বামীর। যা বুঝবার অল্পতেই বুঝে নিলেন তিনি। বাইরে থেকে রুমের দরজা বন্ধ করে দিয়ে সন্তানদের ডেকে উঠালেন। শান্ত স্থির ভাবে বললেন ওদের সবকিছু। নিজেই পুলিশ অথোরিটি, হসপিটালে কল করলেন। উত্তর পেলেন তাদের আসতে দেরি হবে। দেরি হবেই না কেন?নিউইয়র্ক শহরের পুলিশ অফিসার, ফায়ার ব্রিগেড, নার্স,স্যোসাল ওয়ার্কার সহ অধিকাংশ মেডিকেল ডিপার্ট্মেন্টের ৪০% করোনায় আক্রান্ত। বাকিরা মৃত্যুর শহরে দিনরাত ব্যাস্ত রোগী আর মৃত্যু নিয়ে। সারাদিন তিনটি অসুস্থ মানুষ বসে রইলেন তাদের অতি প্রিয়জনের মৃতদেহ নিয়ে, বিকেল চারটায় তিনজন স্যোসাল ওয়ার্কার আসলো কিন্তু সাথে আসলো না মর্গের গাড়ি কিংবা কোন সরঞ্জাম। তারা জানালেন তাদের অসহায়ত্বের কথা, সরঞ্জাম সর্টেজ ও মর্গ বা অস্থায়ী ট্রেইলার মর্গে জায়গার অভাবের কথা।কিছু মৃতদেহ মাটিচাপার পর মর্গ কিছুটা খালি হলে তারা নিয়ে যাবে ডেড বডি। পুরু প্লাস্টিকের ডাবল বডি ব্যাগে স্বামীর দেহ ভরে স্ট্রেচারে বেধে স্প্রে করে রুমেই রেখে বন্ধ দরজায় No Energy হলুদ সাইন ঝুলিয়ে চলে গেলেন তারা। এক রুমে প্রিয় স্বামীর মৃতদেহ অন্য রুমে একই রোগের রুগী তিনটি মানুষ ঠায় বসে রইলেন। অপেক্ষায় রইলেন Wait Listing Time এর জন্য। অপেক্ষার এক মিনিট যেন এক যুগ আজকে ওই তিনটি প্রানীর কাছে।স্বামী হারালেন, সন্তানদের কি রাখতে পারবেন নিজের কোলে করোনার সাথে যুদ্ধ করে? অথবা নিজেই কি চলে যাবেন সন্তানদের এতিম করে এই বিদেশ ভুইয়ে? অপেক্ষা আর প্রশ্ন কোনটারই উত্তর নাই যেন এই মুহুর্তে, আজ বিকেল পর্যন্ত খবর পেলাম মৃতদেহ এখনো বাড়িতে, তারপর আর কোন খবর পাই নাই, ইচ্ছে করেই খবর নেই নাই, মন সায় দিচ্ছিলো না। কি করবো খবর নিয়ে? কিছুই তো করতে পারবোনা, কোন কিছুই তো হাতে নেই আমাদের। শুধু নিউইয়র্ক না, আজকের এই দুর্ঘটনা শুরু হচ্ছে বা হতে যাচ্ছে এই পৃথিবীর কোনায় কোনায়, প্রত্যেকটি দেশে। বন্ধুরা সাবধান! সচেতন হোন, যেভাবেই হোক সামাজিক দুরত্ব বজায় রাখুন, এইটাই একমাত্র কার্যকরী মহা ঔষধ এই মরন রোগের জন্য। নিউইয়র্কের এই পরিচিত হতভাগ্য পরিবারের সবাই সুস্থ হয়ে উঠুক, স্বাভাবিক জীবনে ফিরে আসুক তারা তারাতাড়ি, এই কামনা করি মনেপ্রাণে, মারাত্মক খারাপ অবস্থা আমাদের এইখানে। আপনারা সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন.....
ফেইসবুক থেকে সংগৃহীত

No comments:

Post a Comment

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। খুব শীঘ্রই আপনার উত্তর দেওয়া হবে।

Recent Job circular 2024 - চাকরির খবর ২০২৪ - জব সার্কুলার ২০২৪ - নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ - Job Circular

Categories

বাংলাদেশ বিমানবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি (14) বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি (11) বিদেশের ভিসা ও চাকরির খবর (81) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি (22) বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি (47) বেসরকারি চাকরির খবর (668) ব্যাংকের চাকরির খবর (52) মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি (44) মার্কেটিং নিয়োগ (59) মেডিক্যাল ও ফার্মাসিউটিক্যালস (17) রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি (5) শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ (99) সরকারি চাকরির খবর (985) সাপ্তাহিক কর্মক্ষেত্র পেপার (2) সাপ্তাহিক কর্মসংস্থান পেপার (2) সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা (953) সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা (213) সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা (31) সিকিউরিটি গার্ড/সুপারভাইজার (30) সিটি কর্পোরেশন চাকরির খবর (16) সেনাবাহিনী চাকরির খবর (45)