Wednesday, November 23, 2022

৪৫ তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি ও নিয়োগ সার্কুলার ২০২২-২০২৩ - 45th BCS Exam Preparation and Recruitment Circular 2022-2023

৪৫ তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি ও নিয়োগ সার্কুলার ২০২২-২০২৩ - 45th BCS Exam Preparation and Recruitment Circular 2022-2023

৪৫ তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি ও নিয়োগ সার্কুলার ২০২২-২০২৩ - 45th BCS Exam Preparation and Recruitment Circular 2022-2023


কবে আসছে ৪৫তম বিসিএস সার্কুলার জানা গেল। নভেম্বর ২০২২ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পাবে বলে জানা গেল প্রথম আলো'র মাধ্যমে।


চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এ বছর সম্পূর্ণ নতুন একটি বিসিএস পেতে যাচ্ছেন সরকারি চাকরিপ্রার্থীরা। এই বিসিএস হবে ৪৫তম সাধারণ বিসিএস। আর এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য সম্ভাব্য সময় নির্ধারণ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি) বলছে, চাকরিপ্রার্থীদের বয়স বিবেচনায় আগামী নভেম্বরে ৪৫তম বিসিএস'র বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। তবে পদের সংখ্যা এখনই বিস্তারিত জানানো হয়নি। পদের সংখ্যা বাড়াতে শেষ সময় পর্যন্ত চেষ্টা করা হবে বলে প্রথম আলোকে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট বিভাগ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র প্রথম আলোকে বলেন, এক বছর আগে সর্বশেষ ৪৪তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। সেই আলোকে এক বছর বিরতি দিয়ে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের চেষ্টা করা হচ্ছে। সূত্রটি আরও জানায়, নভেম্বর মাসের যেকোনো সময়ে এটি প্রকাশিত হতে পারে। এখন ৪৫তম বিসিএসের কার্যক্রম কোন পর্যায়ে আছে, জানতে চাইলে একজন কর্মকর্তা বলেন, বিভিন্ন ক্যাডারে কতজনকে নেওয়া হবে, সেই বিষয়গুলো এখন সমন্বয়ের কাজ চলছে। অনেকগুলো মন্ত্রণালয় থেকে ক্যাডারের চাহিদা ইতিমধ্যে আসতে শুরু করেছে। বিজ্ঞপ্তি প্রকাশের আগপর্যন্ত এগুলো সমন্বয় করে পদের সংখ্যা নির্দিষ্ট করা হবে। যতটা পদ বাড়িয়ে নিয়োগ দেওয়া যায়, সে চেষ্টাই করা হবে। পদ নির্দিষ্ট করে পিএসসিকে সেই পদের তালিকা পাঠিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য বলা হবে।


এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুস সবুর মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘আমাদের বিভাগ ৪৫তম বিসিএস নিয়ে কাজ করছে। তবে বিস্তারিত জানাতে আরও কিছুদিন সময় লাগবে।’


পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন প্রথম আলোকে বলেন, ‘এক বছর বিরতি দিয়ে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা আছে। জনপ্রশাসন থেকে পদের সংখ্যা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এতে এ বছর যাঁদের চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে, তাঁরা সুযোগ কাজে লাগাতে পারবেন। পদের সংখ্যা কত হতে পারে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ সংখ্যা জনপ্রশাসন ঠিক করে। তারা যে তালিকা দেবে, তা আমরা বিজ্ঞপ্তিতে উল্লেখ করব।’

সর্বশেষ কয়েকটি বিসিএসে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির হোসেন। তিনি বলেন, ‘এ বছরের নভেম্বরের শেষ দিকে আমার সরকারি চাকরিতে আবেদনের বয়স শেষ হবে। আগেও কয়েকটি বিসিএস দিয়েছি। চাকরির বয়স শেষ হওয়ার আগে যদি আরেকটি বিসিএস দিতে পারি, তাহলে আমার জন্য খুব ভালো হয়। এখন আমার প্রস্তুতি ভালো, তাই আমার বিশ্বাস, শেষ বিসিএসে আমি সম্মানজনক একটি অবস্থান নিয়ে চাকরি পেতে পারি।’ তিনি আরও বলেন, ‘আমার মতো অনেকের চাকরির বয়স এ বছরে শেষ হবে। সবার কথা বিবেচনায় নিয়ে পিএসসি ৪৫তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলে চাকরিপ্রার্থীদের অনেক উপকার হবে।’


ঢাকা কলেজের শিক্ষার্থী মো. আনিস বলেন, ‘এ বছর আমাদের স্নাতক চূড়ান্ত পরীক্ষা শেষ হবে। শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটি বিসিএসে আবেদনের সুযোগ পেলে সেটি আমাদের জন্য খুব ভালো হবে। পিএসসিকে বিষয়টি বিবেচনার অনুরোধ জানাচ্ছি। সরকারি চাকরির বয়স থাকতে থাকতে যতটি বিসিএস আমরা পাব, ততই চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি হবে।’


সর্বশেষ ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি গত বছরের ৩০ নভেম্বর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রকাশ করে। অনলাইনে আবেদনপ্রক্রিয়া শুরু হয় ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে।


৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ কর্মকর্তা নেওয়া হবে।


২২ জুন বিকেলে ৪৪তম বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে ১৫ হাজার ৭০৮ প্রার্থী পাস করেন। এই প্রার্থীরা এখন লিখিত পরীক্ষায় অংশ নেবেন। ২ লাখ ৭৬ হাজার ৭৬০ প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন। চলতি বছরের ২৭ মে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় প্রার্থীরা অংশ নেন। ৪৪তম বিসিএসে মোট আবেদন করেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন।



৪৫তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি ৪৭ - যুগান্তর


১. বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি অবসর গ্রহণ করেন কত বছর বয়সে?

ক.৬০  

খ.৬৫  

গ.৬২ 

ঘ.৬৭


২. বাংলাদেশের কোন অঞ্চলের ভূমি উঁচু?

ক.দক্ষিণ অঞ্চল  

খ.উত্তর অঞ্চল 

গ.পূর্ব অঞ্চল 

ঘ.পশ্চিম অঞ্চল


৩. বৈশ্বিক উষ্ণতার কারণে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি হবে-

ক.নিম্নভূমি নিমজ্জিত হবে

খ. ক্রমশ উত্তাপ বেড়ে যাবে

গ. বৃষ্টিপাত কমে যাবে

ঘ. বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে


৪. কোন কোন মাসে কাল বৈশাখী ঝড় হয়?

ক. ফাল্গুন-চৈত্র 

খ. চৈত্র-বৈশাখ

গ. ভাদ্র-আশ্বিন 

ঘ. আষাঢ়-শ্রাবণ



৫. ২০২১-২২ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির হার কত?

ক. ৭.১০% 

খ. ৭.৪৫% 

গ. ৭.৮৫% 

ঘ. ৭.২৫%


৬. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?

ক. পাবনা 

খ. সাভার 

গ. সিরাজগঞ্জ 

ঘ. বাগেরহাট


৭. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান কোনটি?

ক. জাতিসংঘ 

খ. এশিয়াটিক সোসাইটি

গ. বিবিসি 

ঘ. ইউনেস্কো


৮. ৫২-এর ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের শতকরা কত ভাগ মানুষের মাতৃভাষা ছিল বাংলা?

ক. ৫৪ ভাগ 

খ. ৫৫ ভাগ

গ. ৫৬ ভাগ 

ঘ. ৫৮ ভাগ


৯. মুক্তিযুদ্ধের কোন সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না?

ক. ৭ নম্বর সেক্টর 

খ. ১০ নম্বর সেক্টর

গ. ৩ নম্বর সেক্টর 

ঘ. ১ নম্বর সেক্টর



১০. ‘হেরিটেজ ফাউন্ডেশন’র অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২২ অনুযায়ী, বাংলাদেশের অবস্থান-

ক. ১৩৬ 

খ. ১৩৭ 

গ. ১৩৮ 

ঘ. ১৩৯


১১. পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি কে উত্থাপন করেন?

ক. আব্দুল মতিন

খ. শেরে বাংলা একে ফজলুল হক

গ. ধীরেন্দ্রনাথ দত্ত

ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী


১২. ঐতিহাসিক ৬ দফাকে কীসের সঙ্গে তুলনা করা হয়?

ক. বিল অব রাইটস 

খ. ম্যাগনাকার্টা

গ. পিটিশন অব রাইটস 

ঘ. মুখ্য আইন


১৩. কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি (Poet of Politics) আখ্যা দিয়েছিল?

ক. টাইম 

খ. নিউজ উইক্স

গ. ইকোনমিস্ট

ঘ. ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইক্লি


১৪. জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের বিরুদ্ধে ভেটো দিয়েছিল কোন দেশ?

ক. ফ্রান্স 

খ. রাশিয়া 

গ. চীন 

ঘ. ব্রিটেন


১৫. ‘অর্থনৈতিক সমীক্ষা-২০২২ মৃত, জনসংখ্যার ঘনত্ব কত?

ক. ১০৪০ 

খ. ১১০০ 

গ. ১১৪০ 

ঘ. ১১৫০



১৬. বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে?

ক. ১২০ 

খ. ১১৫ 

গ. ১১৭ 

ঘ. ১১০


১৭. হিমছড়ি পাহাড় অবস্থিত-

ক. কক্সবাজার 

খ. রাঙ্গামাটি

গ. ময়মনসিংহ 

ঘ. চট্টগ্রাম


১৮. সুবর্ণজয়ন্তী পালন করা হয় কত বছর পর?

ক. ২৫ 

খ. ৫০ 

গ. ৭৫ 

ঘ. ১০০


১৯. ফ্লোর ক্রসিং সংক্রান্ত বিধান কত নং অনুচ্ছেদে রয়েছে?

ক. ৬২ নং 

খ. ৭০ নং 

গ. ৭৩ নং 

ঘ. ৭৭ নং


২০. রাজনৈতিক দলগুলো কীভাবে জনমত গঠন করে?

ক. অস্ত্রের জোরে 

খ. প্রচারণার মাধ্যমে

গ. নির্বাচনের মাধ্যমে 

ঘ. সরকারের আনুকূল্যে


উত্তর : ১.ঘ, ২.খ, ৩.ক, ৪.খ, ৫.ঘ, ৬.ক, ৭.ঘ, ৮.গ, ৯.খ, ১০.খ, ১১.গ, ১২.খ, ১৩.খ, ১৪.গ, ১৫.গ, ১৬.গ, ১৭.ক, ১৮.ক, ১৯খ, ২০খ।


গ্রন্থনা : আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

৪৫তম বিসিএস সার্কুলার সূত্রঃ প্রথম আলো চাকরি বাকরি

৪৫তম বিসিএস প্রস্তুতি সূত্রঃ যুগান্তর পত্রিকা অনলাইন



টাগঃ

Related searches

No comments:

Post a Comment

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। খুব শীঘ্রই আপনার উত্তর দেওয়া হবে।

Recent Job circular 2024 - চাকরির খবর ২০২৪ - জব সার্কুলার ২০২৪ - নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ - Job Circular

Categories

বাংলাদেশ বিমানবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি (14) বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি (11) বিদেশের ভিসা ও চাকরির খবর (81) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি (22) বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি (47) বেসরকারি চাকরির খবর (668) ব্যাংকের চাকরির খবর (52) মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি (44) মার্কেটিং নিয়োগ (59) মেডিক্যাল ও ফার্মাসিউটিক্যালস (17) রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি (5) শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ (99) সরকারি চাকরির খবর (985) সাপ্তাহিক কর্মক্ষেত্র পেপার (2) সাপ্তাহিক কর্মসংস্থান পেপার (2) সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা (953) সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা (213) সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা (31) সিকিউরিটি গার্ড/সুপারভাইজার (30) সিটি কর্পোরেশন চাকরির খবর (16) সেনাবাহিনী চাকরির খবর (45)