Monday, April 13, 2020

কোথায় ছিল সেদিন এই প্রতিবাদী মানুষগুলি - ওয়াশিম ফারুক


ওয়াসিফ ফারুক নাগরিক সাংবাদিক বাংলাদেশ
ওয়াসিফ ফারুক নাগরিক সাংবাদিক বাংলাদেশ
১৯৭৫ সালে ১৫ আগষ্ট জাতির জন বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান ও তার প্রায় পুরো পরিবারকে এই কুখ্যাত রশিদ, ফারুক, পাশা, নুর, মাজেদ গংরা নৃশংস ভাবে খুন করেছে। কোথায় ছিল সেদিন এই প্রতিবাদী মানুষগুলি? আজ যারা বঙ্গবন্ধু ও তার পরিবারকে নৃশংস ভাবে খুন করা খুনি দলের সদস্য ঘাতক মাজেদের করবের সমানে তথাকথিত প্রতিবাদী উল্লাস কেন কি তাদের উদ্দেশ্য ? এটা কি সত্যকারে জাতির জন ও তার পরিবারের প্রতি ভালবাসা? না মোটে ও না। তাদের চেহারা দেখে মনে হয় তো সে দিন প্রতিবাদ করার যথেষ্ট বয়স ও শক্তি ছিল তাদের। যে সময় প্রতিবাদের প্রয়োজন ছিল সেই সময় খোঁজ ছিল না আর এখন গেছে মরা মানুষের বাল ফালাইতে। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা খুব ই ভাল ভাবে বুঝেন তাদের অতি উৎসাহের কারন ও মতিগতি। বর্তমানের চাটা ও তেলবাজ গোষ্ঠির ই সদস্য তারা। বিশেষ কিছু সুবিধা আদায়ের পায়তারা মাত্র। আর এই অতি উৎসাহী গ্রুপের সদস্যরাই আজ দেশের এই ক্রান্তিলগ্নে গরীবের চাল চুরি করে নিজেদের পকেট ভারী করছে। মাননীয় প্রধানমন্ত্রী এই অতি উৎসাহিদের আরো এক বার জিজ্ঞাসা করুন ১৯৭৫ সালের ১৫ আগস্ট তারা কোথায় ছিল? এই অতি উৎসাহীরাই আজ আওয়ামীলীগ কে রসাতলে নেয়ার পায় তারায় লিপ্ত। মাননীয় প্রধানমন্ত্রী প্লীজ এই অতিউৎসাহীদের হাত থেকে রাষ্ট্র ও দল কে বাঁচান।
    নাগরিক সাংবাদিক বাংলাদেশ Citizen Journalist Bangladesh

No comments:

Post a Comment

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। খুব শীঘ্রই আপনার উত্তর দেওয়া হবে।

Recent Job circular 2024 - চাকরির খবর ২০২৪ - জব সার্কুলার ২০২৪ - নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ - Job Circular

Categories

বাংলাদেশ বিমানবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি (14) বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি (11) বিদেশের ভিসা ও চাকরির খবর (81) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি (22) বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি (47) বেসরকারি চাকরির খবর (668) ব্যাংকের চাকরির খবর (52) মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি (44) মার্কেটিং নিয়োগ (59) মেডিক্যাল ও ফার্মাসিউটিক্যালস (17) রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি (5) শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ (99) সরকারি চাকরির খবর (985) সাপ্তাহিক কর্মক্ষেত্র পেপার (2) সাপ্তাহিক কর্মসংস্থান পেপার (2) সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা (953) সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা (213) সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা (31) সিকিউরিটি গার্ড/সুপারভাইজার (30) সিটি কর্পোরেশন চাকরির খবর (16) সেনাবাহিনী চাকরির খবর (45)